হাইকোর্টে জামিন পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মো. সালাউদ্দিন আহমেদ (৩১)। একই সঙ্গে তাকে জেলা জজ কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. মেজবাহ উদ্দিন শরীফ। তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২২ অক্টোবর উত্ত্যক্তের অভিযোগে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কুলাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন।
কুলাউরা থানায় করা মামলার অভিযোগে বলা হয়, ১৭-২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে মোবাইল ও ম্যাসেঞ্জারের মাধ্যমে অন্যের পরিচয় ধারণ করে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য ভয়-ভীতি প্রদর্শন, বিরক্তিকর ও অপমানজনক কথা বলেন আসামিরা।
এ মামলায় প্রধান আসামি করা হয় বিলাল মিয়াকে (৪২) এবং অপর আসামি হলেন মো. সালাউদ্দিন আহমেদ।