আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যাক সুলিভান এ কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থেই ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়েছে। তবে কার সঙ্গে আলোচনা করা হচ্ছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চোখকান খোলা রাখছেন।
তলে তলে ইউক্রেনকে পুতিনের সঙ্গে সমঝোতা করতে বলছে যুক্তরাষ্ট্র

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে জ্যাক সুলিভান রাশিয়ান নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এবং ক্রেমলিনের জ্যেষ্ঠ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভের সঙ্গে গোপন আলোচনা চালিয়ে আসছেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ঠেকানোর উপায় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তবে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানো নিয়ে তাঁদের মধ্যে কোনো আলোচনা হয়নি।
গত মাসে জ্যাক সুলিভান বলেছিলেন, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে বিপর্যয়কর পরিণতির মুখে পড়তে হবে।