মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ভোলা জেলা বিএনপির সম্পাদকসহ ৩৪ জনের হাইকোর্টে জামিন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৮, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ

বরিশালে বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩৪ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ছয় সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

জামিনপ্রাপ্তরা হলেন- ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ট্রুম্যান, যুবদল সভাপতি মো. জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সেলিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. তারিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনসহ ৩৪ জন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন- ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, মনিরুজ্জামান আসাদ, গাজী তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম সপু, কে আর খান পাঠান, মো. মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সুজা, মু. কাইয়ুম প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান।

আসামিপক্ষের আইনজীবী মো. মাকসুদ উল্লাহ জানান, ৫ নভেম্বর অনুষ্ঠিত বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগদানের উদ্দেশে গত ২ নভেম্বর রাতে বিএনপি নেতাকর্মীরা ভোলা থেকে ট্রলারে করে বরিশাল যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ককটেল হামলা, মারধর ও হুমকির অভিযোগ ওঠে। এমন অভিযোগ গত ৩ নভেম্বর ভোলা সদর থানায় স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা মামলা করেন। এতে ৩৪ জনের নাম উল্লেখ এবং ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকার সমাবেশ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা আসবে: মির্জা ফখরুল

এবার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশে

ভারি বর্ষণে বিপর্যস্ত পাকিস্তান-ইরান, তিন শতাধিক প্রাণহানি

ফুটপাতের সেই নারী ভিক্ষুক পেলেন প্রধানমন্ত্রীর ঘর

নির্বাচনবিরোধী প্রোপাগান্ডায় ৭ মিলিয়ন ডলার দিয়ে লবিস্ট নিয়োগ

ঢাকায় ফেরদৌসের নির্বাচনী প্রচারণার সময় সমর্থকদের হাতাহাতি, আহত ১২

রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত বেড়ে ২৭

জনগণের সমর্থনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: সানজিদা খানম

পাপুয়া নিউ গিনি শহরজুড়ে দাঙ্গা-লুটপাট, নিহত ১৫

‘সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন’