শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাজবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ৮:৩০ পূর্বাহ্ণ

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’-প্রতিপাদ্যে রাজবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহাম্মদ আবদুর রহমান প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বছর ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৭৭টি স্টল অংশগ্রহণ করে। মেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

আগামীকাল শনিবার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হবে। মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

সর্বশেষ - সারাদেশ