রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পুরোনো গাড়ির নতুন ভার্সন আনলো মারুতি সুজুকি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২০, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকির নতুন গাড়ি এলো বাজারে। তবে একেবারে নতুন নয়, পুরোনো গাড়ির সিএনজি ভার্সন এনেছে প্রতিষ্ঠানটি। মারুতি সুজুকির অল্টো কে১০ সিএনজি ভার্সনটিই এসেছে। এ নিয়ে জনপ্রিয়তম গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির ঝুলিতে হলো মোট ১৩টি সিএনজি মডেল।

টানা ১৬ বছর ধরে ভারতে সংস্থার সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি অল্টো। সেই জনপ্রিয়তা ধরে রাখতেই অল্টো কে১০-এর সিনেজি ভার্সন নিয়ে এসেছে সংস্থাটি। চলতি বছরের আগস্টে তৃতীয় প্রজন্মের মারুতি সুজুকির অল্টো কে১০-এর বিক্রি শুরু হয় এবং এর প্রায় তিন মাস পরেই এই সিএনজি ভ্যারিয়েন্ট নিয়ে এলো সংস্থাটি।

মারুতি সুজুকির অল্টো কে১০ সিএনজি মডেলটি সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফেসিলিটিতে ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে। পেট্রল কাউন্টারপার্টের সঙ্গে ডিজাইন ও ফিচারের দিক থেকে তেমন কোনো পরিবর্তন করা হয়নি। গাড়িটিতে দেওয়া হয়েছে ভিভিটি পেট্রল ইঞ্জিন ও তার সঙ্গে রয়েছে ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট।

গাড়িটি সর্বাধিক ৫৬ বিএইচপি পাওয়ার দেবে ৫,৩০০ আরপিএম-এ। সিএনজি মোডে গাড়িটি ৩,৪০০ আরপিএম- এ সর্বাধিক ৮২.১ এনএম টর্ক তৈরি করে, যা লিঙ্ক করা রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে। নতুন সিএনজি পাওয়ার্ড হ্যাচব্যাকটি ৩৩.৮৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

ভারতে মারুতি সুজুকির অল্টো কে১০ সিএনজি ভার্সন গাড়িটির দাম ধার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা পড়বে ৭ লাখ ৪৯ হাজার টাকা।

সূত্র: হিন্দুস্থান টাইমস

সর্বশেষ - সারাদেশ