শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আবাসন মেলা বুকিং দিলেই কক্সবাজারের এয়ার টিকিট, সঙ্গে হোটেলে থাকার সুবিধা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২২ ৬:১৯ পূর্বাহ্ণ

এবারের রিহ্যাব মেলায় ১০টি বাণিজ্যিক প্রকল্পের প্রচারণা চালাচ্ছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রাসাদ নির্মাণ লিমিটেড। মেলায় অন্যান্য আবাসন কোম্পানির মতো তারাও নানা অফার নিয়ে হাজির হয়েছে। কোম্পানিটির চলমান প্রকল্প মিরপুর শপিং ওয়ার্ল্ডে বুকিং দিলেই কক্সবাজারের এয়ার টিকিট ফ্রি। সঙ্গে রয়েছে প্রাসাদ প্যারাডাইস হোটেলে থাকার সুবিধা।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলা প্রাঙ্গণ ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

জানা যায়, রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে মিরপুর শপিং ওয়ার্ল্ড নামে ১৫ তলা বিপণিবিতান গড়ে তুলেছে প্রাসাদ নির্মাণ লিমিটেড। মেলায় প্রাসাদ নির্মাণ লিমিটেডের বাণিজ্যিক প্রকল্পে বুকিং দিলেই থাকছে এয়ার টিকিট এবং কক্সবাজারের প্রাসাদ প্যারাডাইসে থাকার সুবিধা। এছাড়াও বুকিংয়ে রয়েছে বিশাল ছাড়।

প্রতিষ্ঠানটির পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সাদ আল জাবির আবদুল্লাহ বলেন, আমরা সবসময় সাশ্রয়ী বাণিজ্যিক প্রকল্পে বেশি গুরুত্ব দেই। বাণিজ্যিক প্রকল্পগুলো ক্রেতাদের নাগালের মধ্যে রেখে সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করা হয়। একই সঙ্গে দাম ও হস্তান্তরের বিষয়েও প্রতিশ্রুতি রক্ষা করে প্রাসাদ নির্মাণ লিমিটেড।

তিনি বলেন, মেলায় বুকিং দিলেই ১০ থেকে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে থাকছে কক্সবাজারে হোটেল প্রাসাদ প্যারাডাইসে তিন রাত-দুই দিন থাকার সুবিধা। পাশাপাশি ঢাকা-কক্সবাজার আসা-যাওয়ার এয়ার টিকিট দেওয়া হচ্ছে।

জাবির আবদুল্লাহ বলেন, আমাদের বাণিজ্যিক প্রকল্পগুলো অত্যন্ত আকর্ষণীয় বলে অনেক ক্রেতা আসছেন। তাদের চাহিদা ও সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রির চেষ্টা করা হচ্ছে।

প্রাসাদ নির্মাণ লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক (বিক্রয়) মো. হারুন-অর-রশিদ বলেন, মিরপুর শপিং ওয়ার্ল্ডে দোকান, অফিস, রেস্টুরেন্ট, বিউটি সেলুন, কফিশপ, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স, ব্র্যান্ড স্টোর ইত্যাদির জন্য স্পেস বুকিং চলছে। বাংলাদেশে এই প্রথম মিরপুর শপিং ওয়ার্ল্ড হকার জোন রাখা হয়েছে। যেখানে স্বল্প আয়ের ক্রেতারাও অনায়াসে শপিং করতে পারবেন।

প্রাসাদ নির্মাণ লিমিটেড ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। পরিকল্পিত নগরায়ণকে গুরুত্ব দিয়ে নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত, পরিবেশবান্ধব আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলার মাধ্যমে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ২১ ডিসেম্বর শুরু হওয়া রিহ্যাব ফেয়ার শেষ হবে ২৫ ডিসেম্বর। রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকার কারণে ২৫ ডিসেম্বর রাত ৯টার পরিবর্তে দুপর ২টায় মেলা শেষ হবে। এবারের আবাসন মেলায় ১৮১টি স্টল রয়েছে। অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানে ব্যাপক ভিড় করছেন আগত ক্রেতারা। ফ্ল্যাটের দাম বাড়ায় অনেকেই লোনের বিষয়টা আগে নিশ্চিত করতে চাচ্ছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তবে মেলার শেষ দিন রোববার মেলা চলতে দুপুর ২টা পর্যন্ত। এবারের মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার চলাকালীন ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এবছর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকছে এলইডি টেলিভিশন, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ।

সর্বশেষ - সারাদেশ